করোনা বর্তমানে মানুষ ইতিহাসে এক অভিশাপের নাম। মুখ থুবরে যে কোনও সামাজিক কাজ কর্ম। জানেন কি আজ থেকে শতবর্ষ আগে এমনই এক ভাইরাস হানায় শুধু মাত্র ভারতেই মারা গিয়েছিল প্রায় দেড় কোটি মানুষ। আজ একশ পর করোনা ফিরিয়ে আনল কুখ্যাত স্প্যানিশ ফ্লু এর স্মৃতি। ১৯১৮-১৯২০ এই দুই বছর তাণ্ডব চালিয়েছিল এই ভাইরাস। শুরুতে জ্বর , সঙ্গে শ্বাসকষ্ট। অক্সিজেনের অভাবে শরীর নীল হয়ে যেত। এরপর বমি, নাক দিয়ে রক্তপাত। ১৯১৮ সালের শেষের দিকে ভয়ঙ্কর আকার ধারণ করে ফ্লু। ভারতে মহামারীর আকার নেয়। প্রথম বিশ্বযুদ্ধ ফেরত সৈনিকদের হাত ধরেই নাকি ভারতে এসেছিল এই ‘স্প্যানিশ ফ্লু’। গোটা বিশ্বে এই রোগে আক্রান্ত হয়েছিল প্রায়
২৭ শতাংশ মানুষ। কোথা থেকে এসেছিলএই ফ্লু? কেউ বলেন যুক্তরাষ্ট্র, কেউ বা ফ্রান্স, কারো মতে চিনের উত্তর অঞ্চল, কারো মতে স্পেন এর উৎপত্তি স্থল। বলা হয় যেহেতু স্পেন যুদ্ধে নিরপেক্ষ ছিল, তাই এই ফ্লু এর সঙ্গে স্পেনের নাম ইচ্ছাকৃত ভাবে জড়িয়ে দেওয়া হয়েছিল। রাজা ত্রয়োদশ আলফানসো এবং তার মন্ত্রীসভার বেশ কয়েকজন এই রোগে আক্রান্ত হলে ইউরোপে এই ভাইরাসের কথা প্রথম শোনা যায়। এবং নাম হয়ে যায় ‘স্প্যানিশ ফ্লু’।ফিলাডেলফিয়ায় প্রায় সব ধরনের খেলা বাতিল করা হয়েছিল। কিংবদন্তি বেব রুথ এই ফ্লু-তে আক্রান্ত হয়েছিলেন, তবে তিনি বেঁচে যান। মোটের ওপর থমকে গিয়েছিল বিশ্ব।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.