ইস্তফা দিলেন কমল, মধ্যপ্রদেশের মসনদে ফের শিবরাজ

0
11

মাত্র ১৫ মাসেই পতন হল মধ্যপ্রদেশের কংগ্রেস সরকারের। জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কংগ্রেস ত্যাগের পর তাঁর অনুগামী রাজ্যের ২২ জন কংগ্রেস বিধায়কও পদত্যাগ করেন। এরপর গদি হারানো অবশ্যম্ভাবী ছিল মুখ্যমন্ত্রী কমল নাথের। সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কথা ছিল কমল সরকারের। কিন্তু ম্যাজিক ফিগার নেই বুঝেই প্রত্যাশামত আগেই ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী কমল নাথ। দুপুর দেড়টা নাগাদ রাজভবনে গিয়ে রাজ্যপাল লালজি ট্যান্ডনের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। ফলে মধ্যপ্রদেশ ফের হাতে আসছে বিজেপির। চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন শিবরাজ সিং চৌহান। কয়েকদিন আগেই তাঁকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করেছে বিজেপি। চৌহানের নেতৃত্বেই গঠিত হবে মধ্যপ্রদেশের নতুন সরকার।