পরিস্থিতি যা, তাতে মধ্যপ্রদেশ হাতছাড়া হতে চলেছে কংগ্রেসের। ২২ জন কংগ্রেস বিধায়কের ইস্তফার পরও টালবাহানা চালাচ্ছিলেন মুখ্যমন্ত্রী কমল নাথ। বিধানসভার স্পিকার এনপি প্রজাপতিও ছয় মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করে বাকি ষোলো জনের ব্যাপারে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছিলেন। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট আজ বিকেল ৫ টার মধ্যে আস্থা ভোটের নির্দেশ দিতেই বদলে গেল পরিস্থিতি। আস্থা ভোটের ১৭ ঘন্টা আগে প্রায় মধ্যরাতে বিদ্রোহী ১৬ জন বিধায়কের পদত্যাগ গ্রহণ করেন স্পিকার প্রজাপতি। নিয়ম অনুযায়ী, পদত্যাগী ২২ বিধায়কেরই বিধায়ক পদ খারিজ হয়ে যাবে। ফলে কংগ্রেসের সদস্যসংখ্যা কমে হচ্ছে ৯২, অন্যদিকে বিজেপির বিধায়ক ১০৭। এই অবস্থায় মধ্যপ্রদেশে বিজেপির সরকার গঠন সময়ের অপেক্ষা। প্রশ্ন হল, ফ্লোর টেস্টে পরাজয় নিশ্চিত জেনে আগেই কি রাজ্যপাল লালজি ট্যান্ডনের কাছে পদত্যাগপত্র পেশ করবেন কমল নাথ? নাকি আজ বিকেল পাঁচটায় ফ্লোর টেস্টেই চূড়ান্ত ফয়সালার অপেক্ষা?































































































































