পুরীর মন্দির ধ্বজায় আগুন, অশুভ ইঙ্গিতের জল্পনা

0
9

বৃহস্পতিবার রাতে পুরীর মন্দিরের ধ্বজায় আগুন লাগে বলি খবর এসেছে। মহাপ্রভু শ্রীজগন্নাথদেবের অসংখ্য ভক্ত যাঁরা রয়েছেন, তাঁরা শ্রীমন্দিরের চূড়ায় আগুন লাগার খবরটিতে খুব বিচলিত হন। অনেকে শিউরে উঠেছিলেন, কান্না রুখতে পারেন নি। এবং তখনই জানা গেছে ঠিক কী ঘটেছিল। একাদশী এবং সেই কারণে প্রতিবারের মত এবারও মন্দিরের চূড়ায় মহাদীপ দেখানো হয়। সময় প্রায় রাত ৮টা। সেই সময় পুরীর আকাশে, বিশেষ করে অত উচ্চতায় ঝড়ের মত হাওয়া দিচ্ছিল। আর অতর্কিতে একেবারের নীচের দিকের “বানা” বা ধ্বজায় আগুন ধরে যায়। কিন্তু সেবাইতের তৎপরতায় তৎক্ষনাৎ আগুন নিবিয়েও ফেলা হয়। মূল বানা বা ধ্বজার কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়নি নীলমাধব চক্রেরও। প্রভূ সবাইকে রক্ষা করুন, সবাইকে সুস্থ রাখুন, প্রার্থনা চলতে থাকে। তবে একটি সূত্র বলছে বড়সড় কোনো ঘটনা ঘটেনি।