বলিউডের ‘বেবি ডল’ কনিকা কাপুরের পার্টির পর ১৮ মার্চ রাষ্ট্রপতি ভবনেও গিয়েছিলেন দুষ্মন্ত সিং। সেখানেও কেন্দ্রীয় মন্ত্রী, অনেক সাংসদ ছিলেন৷ সংসদের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে অংশ নেন দুষ্মন্ত সিং। একই সময়ে রাইসিনা হিলসে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। রাষ্ট্রপতি ভবনে যখন গিয়েছিলেন দুষ্মন্ত সিং, তখন সেখানে কেন্দ্রীয় মন্ত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন অন্য অনেক সাংসদ। এই খবরের পর পরই হইচই পড়ে গিয়েছে। আপাতত কোয়ারানটিনে রয়েছেন বসুন্ধরা রাজের পুত্র দুষ্মন্ত সিং। কনিকা-ছোঁয়ায় আইসোলেশনে আছেন বসুন্ধরা রাজে, দুষ্মন্ত সিং ও ডেরেক ও’ব্রায়েন৷ কনিকার পার্টিতে উপস্থিত থাকা উত্তরপ্রদেশের মন্ত্রী জয়প্রতাপ সিংও নিজেকে ‘ঘরবন্দি’ করার সিদ্ধান্ত নিয়েছেন। এবার দুষ্মন্ত সিং-এর ‘সৌজন্যে’ রাষ্ট্রপতি ভবনে করোনার কোনও প্রভাব পড়বে কিনা, সেদিকেই নজর রাখছে প্রশাসন৷
































































































































