গত কয়েকদিনের মধ্যে যাঁরা বিদেশ থেকে রাজ্যে ফিরেছেন, বিশেষ করে ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ বা মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে- তাঁরা যেন অবশ্যই বাধ্যতামূলকভাবে ১৪ দিন ‘হোম কোয়ারান্টাইনে’ থাকেন। এই নির্দেশ অমান্য করলে, প্রয়োজনে তাঁদের ‘ওয়েস্ট বেঙ্গল এপিডেমিক ডিজিজ কোভিড১৯ রেগুলেশন ২০২০’ অনুযায়ী, ‘কোয়ারান্টাইন’-এ থাকতে বাধ্য করা হবে। করোনা সংক্রমণ রোধে এই কড়া পদক্ষেপ করছে রাজ্য সরকার। ফেসবুকে এ বিষয়ে জরুরি সতর্কীকরণ জারি করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের ফেসবুক পেজে বলা হয়, এখন পর্যন্ত এ রাজ্যে দু’জন করোনা-আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। তাঁরা দু’জনেই বিদেশে থাকাকালীন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেই অবস্থায় তাঁরা কলকাতায় এসেছেন। এই পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের পক্ষ থেকে জানানো হচ্ছে, করোনা সংক্রমণ আটকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা এখন অবশ্যকর্তব্য। গত কয়েকদিনের মধ্যে যাঁরা ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ বা মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে এরাজ্যে এসেছেন, তাঁরা যেন অবশ্যই ১৪ দিন ‘হোম কোয়ারান্টাইনে’ থাকেন।






























































































































