করোনাভাইরাস সংক্রমণ নিয়ে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় নবান্নে জরুরি বৈঠক। বৈঠক ডাকলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর নবান্ন সভাঘরের এই বৈঠকে করোনা মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা হবে। বৈঠকে কলকাতার বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদেরও আসতে বলা হয়েছে। শুক্রবার বিকেল চারটেয় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে করোনা মোকাবিলা নিয়ে আলোচনা সারবেন মুখ্যমন্ত্রী।