বিমানে মিমি-জিতের সহযাত্রীর করোনা-সন্দেহ!

0
23

আরও জোরাল হল উদ্বেগ। সূত্রের খবর বুধবার, অভিনেতা জিৎ ও মিমি চক্রবর্তীর সঙ্গে একই বিমানে ফেরা এক যুবককে করোনা আক্রান্ত সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতায় প্রথম ধরা পড়া করোনা আক্রান্ত লন্ডন থেকে আসা যুবকের চিকিৎসা চলছে বেলেঘাটা আইডি-তে। অভিযোগ, নবান্নের স্বরাষ্ট্র দফতরের বিশেষ সচিবের পুত্র লন্ডন থেকে ফিরলেও যথাযথ সতর্কতা নেননি। এমনকী, চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুত আইডি হাসপাতালে ভর্তিও হননি বলে অভিযোগ উঠেছে তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে।

এদিকে, মিমি ও জিৎ লন্ডন থেকে ফেরার সময়ে যে বিমানে ছিলেন, সেই বিমানেই দুবাই থেকে উঠেছিলেন এক যুবক। নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার সময়ই সন্দেহ হওয়ায় ওই যুবককে পাঠানো হয় বেলেঘাটা আইডি হাসপাতালে৷ আপাতত আইডিতেই চিকিৎসাধীন ওই যুবক৷ তাঁর পরীক্ষার রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন-করোনা-মোকাবিলা আজ কী বলবেন প্রধানমন্ত্রী, দেশজুড়ে অন্তহীন কৌতূহল আর জল্পনা