কলকাতার প্রথম করোনা আক্রান্ত। যদিও তিনি কলকাতাতেই আক্রান্ত হয়েছেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। আপাতত গলা ব্যথা ছাড়া মোটের উপর সুস্থ্যই আছেন ইংল্যান্ড ফেরত আমলা পুত্র। বেলেঘাটা আইডি ভর্তি রাখা হয়েছে তাঁকে। বাড়ির দুই পরিচারিকা ছাড়া প্রত্যেকের লালারস পরীক্ষা করা হয়েছে। ফল এসেছে নেগেটিভ। আপাতত পরিবারের বাকিদের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে তাদের রাখা হয়েছে নিউটাউন কোয়ারেন্টাইনে। নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমান বন্দরের যে দুই ইমিগ্রেশন অফিসার সেদিন আমলাপুত্রের পরীক্ষা করেছিলেন তাদের শারীরিক অবস্থা খতিয়ে দেখতে বারো দিনের জন্য পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে।