মধ্যপ্রদেশ: রাজ্যপাল ভুল কিছু করেননি, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

0
17

দ্রুত আস্থা ভোট নেওয়ার কথা বলে মধ্যপ্রদেশের রাজ্যপাল কোনও ভুল পদক্ষেপ করেননি। বৃহস্পতিবার মধ্যপ্রদেশের রাজনৈতিক সংকট নিয়ে মন্তব্য করে সুপ্রিম কোর্ট। বিচারপতি চন্দ্রচূড় ও হেমন্ত গুপ্তার বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি চলাকালীন কংগ্রেসের যুক্তি খারিজ করে একথা বলে সুপ্রিম কোর্ট। আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছিলেন, আস্থা ভোট নিয়ে সিদ্ধান্তের অধিকার বিধানসভার স্পিকারের। কিন্তু স্পিকারকে আস্থা ভোটের নির্দেশ দিয়ে রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করেছেন। কংগ্রেস আইনজীবীর যুক্তি উড়িয়ে রাজ্যপাল লালজি ট্যান্ডনের পদক্ষেপকেই সমর্থন করে সুপ্রিম কোর্ট। বিচারপতি চন্দ্রচূড় বলেন, যখন বিধানসভার অধিবেশন চলছে না এবং সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে তখন আস্থা ভোটের নির্দেশ দেওয়ার অধিকার রাজ্যপালেরই। এক্ষেত্রেও রাজ্যপাল ভুল কিছু করেননি।

সুপ্রিম কোর্ট স্পিকারকে দ্রুত আস্থা ভোট করানোর কথা বলার পাশাপাশি বিদ্রোহী বিধায়কদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার প্রস্তাব দেয়। কিন্তু স্পিকারের তরফে এর জন্য দু-সপ্তাহ সময় চাইলে রাজি হয়নি সুপ্রিম কোর্ট। আদালত বলে, দু-সপ্তাহ সময় মানেই ঘোড়া কেনাবেচার সুবর্ণ সুযোগ। ফলে এত সময় কোনওভাবেই দেওয়া যাবে না।

আরও পড়ুন-প্রধানমন্ত্রী-শোভনের নাম জড়িয়ে তাঁকে নিয়ে “অসত্য” সংবাদ! সোচ্চার অগ্নিমিত্রা