ইতালি যেন মৃত্যুপুরী

0
27

করোনা হামলায় ইতালি যেন মৃত্যুপুরী। চিনের পরেই ইতালি। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৭৫জনের। আর ২৪ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪,২০৭জন। দেশে করোনায় আক্রান্ত ৩৫,৭১৩জন। প্রাণ হারিয়েছেন ২,৯৭৮জন। বিগত দু’সপ্তাহ ধরে শুনশান ইতালি। স্তব্ধ দেশ। দেশের মানুষকে খাবার আর ওষুধ ছাড়া বাড়ির বাইরে পা রাখতে নিশেধ করেছে সরকার।