কমিউনিস্ট পার্টি করোনার খবর ‘ধামাচাপা’ দিতে চেয়েছিল, অভিযোগ তুলল ট্রাম্প সরকার

0
8

প্রাণঘাতী করোনাভাইরাসের কথা গোপন রেখেছিল চিনের কমিউনিস্ট পার্টি, বলল আমেরিকা। আমেরিকার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দাবি, চিনে যখন করোনা নিয়ে মহামারি তখন সব কথা চেপে গিয়েছিল চিনের কমিউনিস্ট পার্টি। সঠিক ভাবে আন্তর্জাতিক মহলকে জানায়নি চিন। গোটা বিষয়টিকে খুব ছোট করে দেখেছে। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের উপদেষ্টাদের দাবি, এই মারণ ভাইরাসের চক্রান্ত চিনের কমিউনিস্ট।

যখন প্রথম ৫৭ বছরের এক ব্যক্তির এই সংক্রমণ দেখা দিয়েছিল, তার অনেক আগেই ভাইরাস ছড়িয়ে পড়েছিল উহানে। এই খবর জানতেন উহানের সেন্ট্রাল হাসপাতালের ডাক্তার লি ওয়েনলিয়াং। তিনি সতর্ক করেছিলেন। কিন্তু তাঁর মুখ বন্ধ করার ব্যবস্থা করেছিল এই কমিউনিস্ট পার্টি। কারণ তারা এই ভাইরাসের ব্যাপারে আগে থেকেই জানত।
করোনাভাইরাসের জন্য চিনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইট করে তিনি লিখেছেন, বিশ্বে ত্রাস তৈরি করেছে যে মারণ ভাইরাস সেটা আসলে ‘চাইনিজ করোনাভাইরাস’।

চিন আমেরিকার তরজা চলছেই, সঙ্গে চলছে দোষারোপ পাল্টা দোষারোপ। কখনও আমেরিকা দাবি করছে এই মারণ ভাইরাস আসলে রাসায়নিক মারণাস্ত্র যা চিন ছড়িয়েছে। আবার কখনও চিন আঙুল তুলে বলছে মার্কিন সেনাদের থেকেই উহানে ছড়িয়েছিল ভাইরাস।

আরও পড়ুন-প্রবল হট্টগোল, তীব্র কটাক্ষের মাঝেই শপথ নিলেন রঞ্জন গগৈ