করোনা আতঙ্কে দোকান-বাজার বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই। বৃহস্পতিবার, নবান্নে করোনা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে বাজারের উপর কড়া নজর রাখতে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। পণ্যে কালোবাজারি রুখতে সররকম ব্যবস্থা নিতে বলেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিভিন্ন জেলায় বাজার বন্ধের গুজব ছড়ানো হচ্ছে। আর এই গুজবের জেরে কেউ কেউ পণ্য মজুত করার চেষ্টা করছেন। গুজব ছড়ালে বা মজুত করার চেষ্টা হলে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে বলে জানান মমতা। যা পণ্য আছে তাতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী।






























































































































