করোনাভাইরাস নিয়ে নতুন এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা বা Advisory জারি করেছে কেন্দ্র।
এই Advisory-তে বলা হয়েছে :
? দেশে গণ সংক্রমণের নজির নেই ||
? ৬৫ বছরের বেশি বয়স্কদের ঘর থেকে বের হওয়া নিষেধ ||
? ১০ বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা ||
? ২২ মার্চ থেকে এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হল সমস্ত আন্তর্জাতিক উড়ান ||
? অন্য দেশ থেকে ভারতে কোনও বিমান আসবে না ||
? রোমে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করা হবে ||
? বেসরকারি ক্ষেত্রেও ওয়ার্ক ফ্রম হোমের কঠোর নির্দেশ ||
? অন্তত ৫০% কর্মীকে ওয়ার্ক ফ্রম হোমের ব্যবস্থা করতেই হবে ||
? রাজ্য সরকারগুলিকে বিষয়টি দেখার নির্দেশ ||
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল সাংবাদিক সম্মেলনে এই advisory জানিয়ে বলেছেন, দেশে গণ সংক্রমণের কোনও প্রমাণ মেলেনি।
আরও পড়ুন-শুক্রবার মধ্যপ্রদেশ বিধানসভায় আস্থা ভোটের নির্দেশ সুপ্রিম কোর্টের