বন্ধ বিসিসিআই, হঠাৎ অবসরে কী করছেন মহারাজ?

0
9

করোনায় আপাতত বন্ধ ভারতীয় ক্রিকেট বোর্ডের সদর দফতর। বাড়ি থেকে কাজের নির্দেশ দেওয়া হয়েছে আপাতত। সিরিজের মাঝেই দেশে ফিরেছে প্রোটিয়া। পিছিয়ে গিয়েছে আইপিএল। এমন পরিস্থিতিতে অখন্ড অবসর ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বুধবার বিকেলে একটি নিজস্বীতে দেখা যাচ্ছে বাড়ির ফাঁকা লাউঞ্জে একা বসে প্রাক্তন ভারত অধিনায়ক। সৌরভ লিখেছেন “শেষ কবে এ রকম সময় কাটিয়েছি মনে পড়ছে না।”

আরও পড়ুন- আগামিকালই ফাঁসি কার্যকর নির্ভয়াকাণ্ডের ৪ অপরাধীর! নজর সারা দেশের