মার্চে ব্যাঙ্ক বন্ধ টানা ৩ দিন

0
11

ফের ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ব্যাঙ্ক সংগঠনগুলি। ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সংযুক্তিকরণ নিয়ে বিক্ষুব্ধ বেশ কিছু ব্যাঙ্ক সংগঠন। যার জেরে ২৭ মার্চ অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক এম্পলয়িজ অ্যায়োসিয়েশন দেশব্যাপী যৌথ ভাবে ব্যাঙ্ক বনধের ডাক দিয়েছে। সূত্রের খবর, ব্যাঙ্ক এম্পলয়িজ ফেডারেশন অব ইন্ডিয়াও এই ধর্মঘটে যোগ দেবে। আগামী বুধবার কয়েকটি রাজ্যে তেলুগু নববর্ষের ছুটি রয়েছে। যার জেরে বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, চেন্নাই, নাগপুরে বন্ধ থাকবে ব্যাঙ্ক। অর্থাৎ ২৫ তারিখ বন্ধ থাকছে ব্যাঙ্ক। ফের শুক্রবার অর্থাৎ ২৭ মার্চ ধর্মঘটের ফলে বন্ধ থাকবে ব্যাঙ্ক। সপ্তাহের চতুর্থ শনিবারের ফলে ২৮ মার্চ ব্যাঙ্ক বন্ধ থাকবে। রবিবার ছুটির দিন ব্যাঙ্ক বন্ধ থাকে। অর্থাৎ পরপর তিন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

আরও পড়ুন-NRC,CAA বিরোধী জমায়েতগুলি চলছেই