দায়িত্বজ্ঞানহীন আমলা। নবান্নে বসেন। স্বরাষ্ট্র দফতরে। নাম ধরা যাক অরুণিমা। ছেলে লন্ডন থেকে উপসর্গ নিয়ে ফিরলেও যথাযথ ব্যবস্থা নেন নি। উল্টে নিজে তার কাছাকাছি থাকার পর আবার নবান্নে গেছেন। কাজ করেছেন। এক পদস্থ সিনিয়র আমলা বেদম চটেছেন। মহিলা আপাতত নজরবন্দি। ছেলে করোনা পজিটিভ।
এবার প্রশ্ন, মহিলা আমলা তো সিনিয়র আমলার কাছাকাছি ছিলেন। সেই সিনিয়র আমলা আবার তাঁর সিনিয়র এবং আরও বড় পদাধিকারীদের সঙ্গে ছিলেন। তাঁরা আরও বড় মহলের ঘরে ঢুকেছেন।
তাহলে?
যদি করোনা থেকেই থাকে, তাহলে তা কোথায় কোথায় যেতে পারে?
নবান্ন উদ্বিগ্ন।
দায়িত্বজ্ঞানহীন আমলাকে শাস্তি দেওয়ার কথাও উঠছে।
এদিকে খোঁজ চলছে তিনি কার কার কাছাকাছি ছিলেন।
একজন শিক্ষিত সচেতন আমলা এই অপকীর্তি কী করে করলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। অনেককে বিপদের মুখে ফেললেন তিনি। হয়ত না বুঝেই করেছেন, কিন্তু সচেতন থাকা উচিত ছিল তো বটেই।




























































































































