রাজ্যপাল নাক গলাচ্ছেন, সুপ্রিম কোর্টে বলল কংগ্রেস

0
7

বিধানসভায় আস্থা ভোট হবে কিনা, হলে কবে হবে, তা সম্পূর্ণভাবে বিধানসভার এক্তিয়ারভুক্ত। তা নিয়ে কোনও নির্দেশ দেওয়ার অধিকার রাজ্যপালের নেই। মধ্যপ্রদেশের সংকট নিয়ে সুপ্রিম কোর্টের শুনানিতে অভিযোগ করে কংগ্রেস। তাদের বক্তব্য, মধ্যপ্রদেশের রাজ্যপাল রাতে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে, স্পিকারকে নির্দেশ পাঠিয়ে ফ্লোর-টেস্ট করানোর চাপ দিচ্ছেন। এই কাজ অসাংবিধানিক। মধ্যপ্রদেশের মামলা প্রয়োজনে উচ্চতর সাংবিধানিক বেঞ্চে পাঠানোর আর্জি জানান কংগ্রেসের আইনজীবী।