ভিড় এড়াতে ডিউটি কমানো হল রাজ্য সরকারি কর্মীদের

0
9

রাজ্যে করোনা রুখতে কড়া সিদ্ধান্ত রাজ্য সরকারের। রাজ্য সরকারি কর্মীদের শিফ্ট কমিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন সরকারী কর্মচারিদের কাজের সময় এক ঘণ্টা কমিয়ে দেওয়া হল। পাঁচটার পরিবর্তে ছুটি হবে চারটেয়। ভিড় এড়িয়ে যাতে বাস-ট্রেনে যাতায়াত করতে পারেন, তার জন্যই এই সিদ্ধান্ত । বৃহস্পতিবার থেকেই নতুন শিফ্ট শুরু হবে। এছাড়াও তিনি আরও বলেন, কোনও সরকারি কর্মী অসুস্থ হলে তাদের ছুটি নিয়ে কোনও সমস্যা হবে না। অনলাইনে ছুটির আবেদন করা যাবে। এর সঙ্গে রাজ্য সরকারি সাফাই কর্মীদের জন পিছু পাঁচ লক্ষ টাকা বিমার কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।