বাংলা থেকে রাজ্যসভার ৫ নবনির্বাচিত সদস্যকে তুলে দেওয়া হল সার্টিফিকেট

0
4

আজ, বুধবার বেলা তিনটে পর্যন্ত ছিল বাংলা থেকে রাজ্যসভার ৫ আসনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময়সীমা। আর তা পেরিয়ে যাওয়ার পর আনুষ্ঠানিকভাবে বাংলা থেকে রাজ্যসভার পাঁচ নবনির্বাচিত সদস্যর হাতে সার্টিফিকেট তুলে দিলেন রিটার্নিং অফিসার অভিজিৎ সোম।

বুধবার দুপুরে বিধানসভা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূলের সুব্রত বক্সি, মৌসম বেনজির নূর, দীনেশ ত্রিবেদী, অর্পিতা ঘোষ এবং বাম-কংগ্রেসের জোটের পক্ষ থেকে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে সার্টিফিকেট দেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ২৬ মার্চ রাজ্যসভার ভোট হওয়ার কথা ছিল। সংখ্যার বিচারে চারটি আসনে সরাসরি জয় নিশ্চিত ছিল তৃণমূল প্রার্থীদের। একমাত্র পঞ্চম আসনেই ভোট হতো। কিন্তু তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী দীনেশ বাজাজের মনোনয়ন বাতিল হওয়ার পর ওই আসনে সরাসরি জয় পেয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।