ক্রেতাদের ঠকানোর অভিযোগে পতঞ্জলি আয়ুর্বেদকে ৭৫.১ কোটি টাকার জরিমানা। সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ন্যাশনাল অ্যান্টিপ্রফিটিং অথরিটি। একটু বিশ্লেষণে যাওয়া যাক। পতঞ্জলি ক্রেতাদের পরিষেবা করের মানে জিএসটির সুবিধা দেয়নি। অর্থাৎ জিএসটি কমে যাওয়ার পরেও পতঞ্জলি ওয়াশিং পাউডারের দাম কমানো হয়নি।
গত সপ্তাহেই পতঞ্জলিকে নোটিস পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে ১৮ শতাংশ জিএসটি-সহ ৭৫.১ কোটি টাকা অবিলম্বে কেন্দ্রীয় সরকারের গ্রাহক কল্যাণ দফতরকে জমা করতে হবে। এর জন্য পতঞ্জলিকে তিন মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। ২০১৭ সালের শেষ ত্রৈমাসিকে ওয়াশিং পাউডারের উপরে জিএসটি-র পরিমাণ ২৮ শতাংশ থেকে কমে ১২ শতাংশ হয়। এর ফলে সব ওয়াশিং পাউডারের দামই কমে যায়। কিন্তু পতঞ্জলি ক্রেতাদের জিএসটি কমে যাওয়ার সুবিধা না দিয়ে পুরনো দামেই বিক্রি করেছে। ঘটনার পরে এনএএ কারণ দর্শানোর নোটিস দেয় পতঞ্জলিকে।পতঞ্জলির জবাবে সন্তুষ্ট না হয়ে জরিমানা ধার্য করা হয়েছে।





























































































































