“এখন বিশ্ব বাংলা সংবাদ”-এ করোনা নিয়ে ডাঃ কুণাল সরকারের বিশ্লেষণ ও পরামর্শ। মাত্র ২৪ ঘণ্টাতেই ‘রিচ’ ১৫ লক্ষের বেশি দর্শকের কাছে। শেয়ার ১৫ হাজারের বেশি। দেখেছেন ৭ লক্ষ ৪৫ হাজারের বেশি। সংখ্যা দ্রুত বাড়ছে। এটি পুরোটাই ‘অর্গানিক’ অর্থাৎ বিপণনের ‘বুস্ট’ ছাড়া।
বাংলা সংবাদ মাধ্যমে এটি একটি রেকর্ড। সামাজিক দায়িত্বপালনের সঙ্গে সঙ্গে দ্রুত বেশি দর্শকের কাছে পৌঁছনোর নতুন ইতিহাস।
এর আগেও “বিশ্ব বাংলা সংবাদ”-এ বেশ কয়েকটি খবর বা বিশ্লেষণের ক্ষেত্রে বিপুল সাফল্য ছিল। কোটি ছাড়ানো দর্শকসংখ্যাও আছে। কিন্তু এত দ্রুতহারে ২৪ ঘণ্টার মধ্যেই এই বৃদ্ধি এবারেই সর্বাধিক।
বিশিষ্ট চিকিৎসক ডাঃ কুণাল সরকারকে ধন্যবাদ “এখন বিশ্ব বাংলা সংবাদ”-এর মাধ্যমে এত মানুষকে সমৃদ্ধ করার জন্য।
দর্শকদেরও আন্তরিক ধন্যবাদ। আপনাদের শুভেচ্ছাতেই দৌড়চ্ছে ” এখন বিশ্ব বাংলা সংবাদ”।