বিদেশে করোনায় আক্রান্ত ২৭৬ জন ভারতীয়, বিশ্বে মৃতের সংখ্যা ছাড়াল ৮ হাজার

0
3

করোনা ত্রাসে আতঙ্কিত গোটা বিশ্ব। সারা বিশ্বে মৃত্যু হয়েছে ৮ হাজার ২২৮ জনের। আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩ হাজার ৬১৩ জন। ইতিমধ্যে বিদেশ থেকে দফায় দফায় বিমান পাঠিয়ে ভারতীয়দের উদ্ধার করা হয়েছে। কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। বিদেশে কমপক্ষে ২৭৬ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস মিলেছে। ভারতে আক্রান্তের সংখ্যা ১৫২ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের।

বুধবার লোকসভায় প্রশ্নোত্তর চলাকালীন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরণ জানান, বিদেশে ২৭৬ জন ভারতীয় নভেল করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ইরানে রয়েছেন ২৫৫ জন। ইতালিতে আটকে রয়েছে ৫ ভারতীয়। সংযুক্ত আরব আমিরশাহিতে আক্রান্ত ভারতীয়র সংখ্যা ১২। অন্যদিকে হংকং, কুয়েত, রোয়ান্ডা এবং শ্রীলঙ্কায় এক জন করে ভারতীয়র শরীরে করোনাভাইরাস মিলেছে। ইরানে করোনার জেরে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।এখনও পর্যন্ত ৯৮৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গিয়েছে। ৪ দফায় বিমান পাঠিয়ে ইতিমধ্যে ৩৮৯ ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ইরান থেকে থেকে দেশে ফিরেছেন ৫৩ জন।

আরও পড়ুন-পাকিস্তানে বাড়ছে করোনা সংক্রমণ