মধ্যপ্রদেশ: সুপ্রিম কোর্টে ফের শুনানি কাল

0
6

মধ্যপ্রদেশের রাজনৈতিক সংকট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি ফের শুরু হবে কাল বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায়। বিচারপতি চন্দ্রচূড় ও হেমন্ত গুপ্তার বেঞ্চে চলছে শুনানি। বুধবারের শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের বিচারপতিরা মন্তব্য করেন, কোনও বিধায়ককে ইচ্ছের বিরুদ্ধে বিধানসভায় হাজির হওয়ার জন্য যেমন জোর করা যায় না, তেমনি তাদের জোর করে আটকে রাখাও যায় না। বিদ্রোহী বিধায়কদের পক্ষে আইনজীবী মনিন্দর সিং বলেন, কাউকে জোর করে আটকে রাখা হয়নি। তাঁরা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। সুপ্রিম কোর্ট চাইলে তাঁদের আদালতে ডেকে পাঠাতে পারে অথবা কোনও প্রতিনিধিকে তাঁদের কাছে পাঠাতে পারে। এই প্রস্তাব অবশ্য গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট। এদিনের সওয়াল জবাবে বিভিন্ন পক্ষের আইনজীবীরা ছিলেন তুষার মেহতা, মুকুল রোহতগি, দুষ্মন্ত দাভে, অভিষেক মনু সিংভি, কপিল সিবল, মনিন্দর সিং। আগামীকাল ফের শুনানি।