মধ্যপ্রদেশ-সংকট নিয়ে আজ সুপ্রিম কোর্টে ফের শুনানি

0
4

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ ও রাজ্য সরকারকে আস্থা ভোট নিয়ে নিজেদের বক্তব্য জানানোর জন্য গতকালই নোটিস পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট। আজ বুধবার সকাল সাড়ে দশটার মধ্যে তার জবাব আসার কথা। তারপরই আজ ফের এই মামলার শুনানি শুরু হবে। উল্লেখ্য, মধ্যপ্রদেশে দ্রুত আস্থা ভোট চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর বক্তব্য, ২২ জন কংগ্রেস বিধায়কের পদত্যাগের পর সংখ্যালঘু হয়ে গিয়েছে মধ্যপ্রদেশ সরকার। রাজ্যপাল দুবার ফ্লোর টেস্ট করানোর নির্দেশ দিলেও তা অমান্য করেছে রাজ্য। অসাংবিধানিকভাবে সরকার চলছে। ২৪ ঘণ্টার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য রাজ্যকে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। এদিকে মামলার অংশীদার হতে চেয়ে পদত্যাগী বিধায়কদের পক্ষ থেকেও পৃথক হলফনামা পেশ করা হয়েছে। যেখানে তাঁরা জানিয়েছেন, কোনও চাপে নয়, স্বেচ্ছায় তাঁরা পদত্যাগ করেছেন।