করোনা আক্রান্ত জুভেন্টাসের তারকা মিড ফিল্ডার

0
6

এবার করোনায় আক্রান্ত হলেন জুভেন্টাসের ফুটবলার ব্লেইসে মাতুইদি। জুভেন্টাসের পক্ষ থেকে জানান হয়েছে গত এগারই মার্চ থেকে আইসোলেশনের আছেন তিনি। আপাতাত পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। তবে ভাল রয়েছেন তিনি। এর আগে গত সপ্তাহে জুভেন্টাসেরই ড্যানিয়েলে রুগানি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। করোনাভাইরাসের কারণে এক বছরের জন্য পিছিয়ে গিয়েছে ইউরো, কোপা আমেরিকা। ভ্যালেন্সিয়া জানিয়েছে যে দলের ৩৫ শতাংশ ফুটবলার ও স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র মতে, ইউরোপই এখন করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্র।