করোনা প্রতিরোধ: তন্তুজকে মাস্ক তৈরির বরাত

0
12

করোনা প্রতিরাধে তৎপর রাজ্য সরকার। মাস্ক বিক্রিতে কালোবাজারি রুখতে তন্তুজকে বরাত দেওয়া হয়েছে।

প্রথম পর্যায়ে এক লক্ষ মাস্ক তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। অতি দ্রুত বাজারে সেগুলি বিক্রি করার ব্যবস্থা করতে হবে। তন্তুজের শো-রুম থেকেই ওই মাস্ক বিক্রি হবে। এত ফলে কম দামে উন্নত মানের মাস্ক পাবেন ক্রেতারা। ওপর পক্ষে এতে লাভবান হবে তন্তুজও। তন্তুজের পাশাপাশি মঞ্জুষাকেও বরাত দেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।