বিগ বি-র হাতে হোম কোয়ারেন্টাইনের স্ট্যাম্প!

0
7

করোনা সতর্কতায় নিজেকে গৃহবন্দি করলেন বিগ বি। হাতে সরকারি হোম কোয়ারেন্টাইনের স্ট্যাম্প লাগিয়ে বুধবারই টুইট করেন অমিতাভ বচ্চন। যাঁদের আইসোলেশনে পাঠানো হচ্ছে বা যাঁরা স্বেচ্ছায় যাচ্ছেন তাঁদের হাতে মহারাষ্ট্র সরকারের তরফে স্ট্যাম্প লাগানো হচ্ছে। জনবহুল এলাকায় তাঁদের যাতে সহজেই চিহ্নিত করা যায় তার জন্যই এই সিদ্ধান্ত। নিজের টুইটার হ্যান্ডেলে বিগ-বি জানান, ভোট দেওয়ার পরে হাতে যে কালি ব্যবহার করা হয়, তা দিয়েই এই স্ট্যাম্প লাগানো হচ্ছে। সহজে ওই কালি ওঠে না। করোনা পরিস্থিতিতে সকলকে সাবধানে থাকার পরামর্শও দিয়েছেন বিগ বি।
করোনা আতঙ্কে সুরক্ষিত থাকতে ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেতা দিলীপ কুমার। বিদেশ থেকে ফিরে আইসোলেশনে রয়েছেন ভজন সম্রাট অনুপ জালোটাও। শ্যুটিং বাতিল হওয়ায় বাড়িতেই সময় কাটাচ্ছেন সইফ-করিনা, অক্ষয়, সোনম কাপুর, অর্জুন কাপুর-সহ বলিউডে তারকারা।