করোনা ছোঁয়নি আফ্রিকাকে, কারণ জানাল হু

0
187

বিশ্বজুড়ে করোনা। কোয়ারেন্টাইন, আইসোলেশন থেকে গো মূত্র। এই মূহুর্তে গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা প্রায় ৫৭ হাজার, মৃতের সংখ্যা ৯ হাজার ছুঁই-ছুঁই। ভারতেও করোনা আতঙ্ক থাবা বসিয়েছে সমান ভাবে। তবে আফ্রিকা সে অর্থে করোনা মুক্ত। কীভাবে নিজেদের সুরক্ষার কবচে মুড়ে রেখেছেন আফ্রিকাবাসী? বিশ্লেষন করলেন আফ্রিকার হু-র রিজিওনাল ডিরেক্টর মাতশিদিসো মোয়েতি। করোনায় আফ্রিকাতে মৃত্যুর সংখ্যা ১। আক্রান্ত আরএক জাপানি পর্যটকের অবস্থাও স্থিতিশীল। তাকে পাঠানো হয়েছে দেশে। করোনা মুক্ত আফ্রিকার অন্যতম কারণ এখানকার মানুষদের সচেতনতা। মানুষজন নিজেদের আগ্রহেই স্যানিটাইজার ব্যবহার করতেন। সর্দি-কাশির উপসর্গ দেখা দিলেও স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে চলে যেতেন। ফলে সংক্রমণ সেভাবে ছড়াতে পারেনি। হু জানিয়েছে আফ্রিকার মানুষজন গত দুমাস ধরে বড় কোনও জমায়েত বা অনুষ্ঠানে সামিল হননি। যেহেতু আফ্রিকায় এইডস আক্রান্তদের সংখ্যা বেশি। তাই যেকোনও রকম সংস্পর্শ এড়াতে এইডস রোগীদের আগেই কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। মোটের ওপর শুধুমাত্র সচেতনতাকে হাতিয়ার করেই করোনা রোধ করেছে আফ্রিকা।