অ্যালিসা স্বেচ্ছায় হারিয়ে যাবে লালগ্রহে

0
15

কতটা পথ পেরোলে স্বপ্ন ছোঁয়া যায়! অ্যালিসা কারসনের বয়স এখন মাত্র ১৩। ২০৩৩-৩৪ সালে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য নভোচারী প্রশিক্ষন শুরু করেছে অ্যালিসা। তবে ফিরে আসার সম্ভাবনা নেই একেবারেই। অ্যালিসার সিদ্ধান্তের সঙ্গ দিয়েছে তার পরিবার। তার বাবা ব্রেটও মেয়ের স্বপ্ন পূরণের বিষয়ে আশাবাদী। অ্যালিসার এই প্রত্যয় নজর কেড়েছে বিভিন্ন আন্তর্জাতিক মহাকাশ সংস্থার। ইতিমধ্যেই নেদারল্যান্ডের একটি বেসরকারি মহাকাশ সংস্থা তাকে মঙ্গলে যাওয়ার বিষয়ে প্রেজেন্টেশন দিতে বলেছে। সব ঠিক থাকলে আর তের-চোদ্দ বছর পরে লালচে মরচে ঢাকা প্রচন্ড শীতল নিষ্প্রাণ গ্রহে হারিয়ে যাবে অ্যালিসা। হারিয়ে যাবে মঙ্গলে প্রথম পা রাখা একক মানবী হিসেবে। এই একা হারিয়ে যাওয়াই তার কাছে স্বপ্ন। সেই আনন্দকে ছুঁতে পৃথিবীর সাজানো সংসার নির্বিঘ্নে বিসর্জন দিতে যাচ্ছে সে।