BREAKING: পুত্র বাদে নবান্নের মহিলা আমলার গোটা পরিবার করোনা মুক্ত

0
21

অনেক চর্চা। অনেক জল্পনা। গত চব্বিশ ঘন্টা ধরে কলকাতা-সহ গোটা রাজ্য তোলপাড়। কিন্তু না, করোনা ভাইরাস সংক্রমিত নন, নবান্নে কর্মরত স্বরাষ্ট্র দফতরের আমলা অরুনিমা দে। তাঁর স্বামীও করোনা আক্রান্ত নন।

স্বামী-সহ ওই মহিলা আমলার মেডিক্যাল রিপোর্ট নেগেটিভ।

তাঁর স্বামী এবং তাঁদের দুই ড্রাইভারের মেডিক্যাল রিপোর্ট নেগেটিভ বের হল। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে একথা জানা গিয়েছে।

যদিও তাঁর লন্ডন ফেরৎ পুত্র করোনা আক্রান্ত সেটা নিশ্চিত করা হয়েছে।