এবার স্বয়ং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার। লখনউতে উত্তরপ্রদেশ বিজেপির সদর দফতরের বাইরে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে পোস্টার লাগানো হয়। সরাসরি ‘দাঙ্গাবাজ’ লেখা হয়েছে ওই পোস্টারে।
ওই পোস্টারে আগুন ছলার ছবিকে ব্যাকগ্রাউন্ডে রেখে যোগী আদিত্যনাথের ছবি দেওয়া পোস্টারে লেখা হয়, ‘মানুষ জানতে চায়, এই দাঙ্গাবাজদের থেকে কবে ক্ষতিপূরণের টাকা আদায় করা হবে।’ এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে ২ জন সুধাংশু বাজপেয়ী এবং লালু কানোজিয়া কংগ্রেস কর্মী।
যদিও এই প্রথম নয়। এর আগেও যোগী রাজ্যে পোস্টার ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। লখনউয়ের রাস্তায় নাম–ছবি–ঠিকানা সহ প্রকাশ করা ৫৩ জন সিএএ বিরোধীদের পরিচয়। ঘটনায় যোগী আদিত্যনাথ সরকারকে তীব্র ভর্ৎসনা করে এলাহাবাদ হাইকোর্ট। ওই হোডিং নামিয়ে ফেলেতেও বলা হয়। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় যোগী সরকার। যে ৫৩ জনের নাম রয়েছে তার মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এস আর দারাপুরি, সমাজকর্মী মহম্মদ শোয়েব, কবি দীপক কবীরের মতো বিশিষ্ট ব্যক্তিত্বরাও।