শিরোপা জিতেই ভারতীয় পেসারের বিয়ের ঘোষণা !

0
4

ভারতীয় পেসার জয়দেব উনাদকটের অধিনায়কত্বে সম্প্রতি রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে সৌরাষ্ট্র। এই আনন্দঘন মুহূর্তের মাঝেই এবার নিজের বাগদানের ঘোষণা করলেন উনাদকাট।
রবিবার টুইটারে একটি ছবি পোস্ট করেন তিনি । সেই ছবিতে তাকে দেখা গেছে প্রেমিকা রিনির সঙ্গে। রিনিও ইনস্টাগ্রামে লিখেছেন, ভালবাসা খুঁজে পেয়েছি আমি।
সদ্য সমাপ্ত রঞ্জি ট্রফিতে নেতৃত্বের পাশাপাশি বল হাতেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এই মরসুমে রঞ্জিতে তিনি ৬৭ উইকেট পেয়েছেন । যা রঞ্জিতে এক মরসুমে সর্বাধিক উইকেট নেওয়ার তালিকায় দ্বিতীয়। তবে পেস্ট বোলার হিসেবে রঞ্জিতে এক মরসুমে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড এখন তারই দখলে ।