মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় পাহাড়ে প্রাণ হারালেন ৫জন। আহত হয়েছেন গাড়ির চালক সহ ৩ জন। মঙ্গলবার সিকিম থেকে ফেরার পথে ৩১নম্বর জাতীয় সড়কে লোহাপুলের কাছে বোলেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়িতে ওড়িশা থেকে আসা ৮ জন পর্যটক নিয়ে শিলিগুড়ি ফিরছিলেন চালক। কিন্তু দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫জনের। ঘটনায় আহত হয়েছেন ডলি দাস, শ্বেতপদ্ম নন্দ, সাই স্নেহা নাথ। আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ক্রেনের সাহায্যে গাড়িটিকে খাদ থেকে তোলা হয়।






























































































































