করোনা আতঙ্কে আইসোলেশনে গজল সম্রাট

0
17

মঙ্গলবার ভোর চারটেয় মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পা রাখা মাত্র আইসোলেশনে রাখা হল গজন সম্রাট অনুপ জালোটাকে। করোনা সংক্রমনে সতর্কতা মূলক ব্যবস্থা নিতেই এই পদক্ষেপ। অনুপ জালোটাকে আপাতত রাখা হয়েছে বিমান বন্দর সংলগ্ন মিরাজ হোটেলে। উপমহাদেশের বিখ্যাত শিল্পীদের নিয়ে তৈরি হয়েছে গানের অ্যালবাম ‘লিজেন্ডস ফরএভার’। গত ১১ মার্চ এর উদ্বোধন করা হয় ইংল্যান্ডের পার্লামেন্ট দ্য হাউস অব লর্ডসে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছেষট্টি বছরের এই সঙ্গীত শিল্পী।

আরও পড়ুন-করোনা সঙ্কট : শুটিং বাকি রেখেই দেশে ফিরছেন জিৎ-মিমি