সম্প্রতি দিল্লিতে বিজেপির অমিত শাহর সঙ্গে কথা বলে এলেন বাংলার তিন পরিচিত মুখ, যাঁরা বিজেপি করেন না। অন্য দলের প্রভাবশালী নেতা। আনুষ্ঠানিকভাবে এনিয়ে কেউ কিছু না বললেও বিজেপি সূত্রে খবর, ঘটনা তাৎপর্যপূর্ণ মোড় নেবে। পুজোর পর থেকে রাজ্য রাজনীতিতে ঘটনার ঘনঘটা দেখা দিতে পারে। এই তিন নেতার সঙ্গে কথার পর বিজেপির শীর্ষনেতৃত্ব মনে করছেন তাদের বিকল্প “মুখ” আর খুঁজতে হবে না। মুখ তৈরি আছে। সময় এলেই দেখা যাবে। এই তিন নেতা ঘনিষ্ঠমহলে বিশেষ প্রস্তুতিও নিচ্ছেন। তবে এই খবরের সমর্থনে কেউ কোনো উদ্ধৃতি দিতে এখন রাজি নন।
আরও পড়ুন-করোনা আতঙ্ক: হাইকোর্টে থার্মাল স্ক্রিনিং, ভিড় কমাতে আরও কী সিদ্ধান্ত জেনে নিন