করোনা আতঙ্ক: হাইকোর্টে থার্মাল স্ক্রিনিং, ভিড় কমাতে আরও কী সিদ্ধান্ত জেনে নিন

0
3

এবার করোনাভাইরাসের আতঙ্ক গ্রাস করল কলকাতা হাইকোর্টকেও। আজ, সোমবার থেকেই হাইকোর্টের সমস্ত
গেটে শুরু হয়েছে থার্মাল স্ক্রিনিং। শুধু তাই নয়, হাইকোর্ট চত্বরে জয়ায়েত কমাতে এখন থেকে আপাতত গুরুত্বপূর্ণ ও জরুরি মামলা ছাড়া অন্য কোনও মামলা শুনানির জন্য গৃহীত হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট প্রশাসন।

হাইকোর্টের মতোই রাজ্যের সমস্ত নিম্ন আদালতেও মামলার গুরুত্ব বুঝেই তা গৃহীত হবে বলে জানা গিয়েছে। আদালত কর্মীদের ভিড় কমাতে বাড়ি থেকে কাজের নির্দেশ দিয়েছেন রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায়।

আরও পড়ুন-মধ্যপ্রদেশ: রাজ্যপালের নির্দেশ, তবু আস্থা ভোট পিছোতে মরিয়া রাজ্য সরকার