করোনা আতঙ্কের জেরে অনির্দিষ্টকালের জন্য বিধানসভা অধিবেশন মুলতুবি হওয়ার সম্ভাবনা

0
8

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠের পর করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় এবার বন্ধ হতে চলেছে রাজ্য বিধানসভার অধিবেশন। করোনা নিয়ে বিধানসভায় ইতিমধ্যেই ডাকা হয়েছে সর্বদলীয় বৈঠক। মনে করা হচ্ছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সমস্ত দলের বিধায়কদের সঙ্গে কথা বলে অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দিতে পারেন অধিবেশন।

উল্লেখ্য, গত সপ্তাহ থেকেই বিধানসভায় খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া লোক ঢোকার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে।

আরও পড়ুন-ইয়েস ব্যাঙ্ক কেলেঙ্কারিতে ক্রমশ জড়াচ্ছেন অনিল আম্বানি