করোনা আতঙ্ক: সোমবারও শেয়ারবাজারের পতন অব্যাহত

0
5

সপ্তাহে কাজের প্রথমদিনেও শেয়ারবাজারের পতন অব্যাহত। এদিন বাজার খোলার কয়েক মিনিটের মধ্যেই সেনসেক্স নেমে যায় ২১০০ পয়েন্ট। নিফটির সূচকও নিম্নমুখী। সূচক নেমে দাঁড়ায় ৬১৬ পয়েন্টে। কিছুক্ষণ পরে পরিস্থিতির সামন্য উন্নতি হয়ে সেনসেক্স দাঁড়ায় ৩২২১০ পয়েন্টের কাছাকাছি। তবে নিফটি-র সূচক তেমন বাড়েনি।
করোনার প্রভাবে প্রায় গত এক সপ্তাহ ধরে নিন্মমুখী শেয়ারবাজার। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, গত শুক্রবার খোলার পরে মুম্বইয়ের শেয়ারবাজার ৪৫ মিনিট বন্ধ রাখা হয়েছিল। কিন্তু তাতেও পতন রোখা হয়নি। লগ্নিকারীরা আশা করেছিলেন সোমবার হয়ত বাজার কিছুটা চাঙ্গা হবে। কিন্তু তা না হয়ে উল্টে নামল সূচক।

আরও পড়ুন-মধ্যপ্রদেশ: রাজ্যপালের নির্দেশ, তবু আস্থা ভোট পিছোতে মরিয়া রাজ্য সরকার