ফের চলন্ত ট্রেন লক্ষ্য করে ছোড়া হল পাথর। এবার হামলায় আহত হল বছর ছয়েকের শিশু। শিয়ালদহ-বনগাঁ শাখা মহিলা কামরা লক্ষ্য করে প্রায়ই পাথর ছোড়া হয় বলে অভিযোগ। শনিবার বামনগাছি স্টেশন ছাড়তেই মহিলা কামরা লক্ষ্য করে ছোড়া হয়। তাতেই আহত ওই শিশু।
ওই ট্রেনের যাত্রী পৃথ্বীশ বিশ্বাস জানান, “ট্রেন দত্তপুকুর ঢুকতেই মহিলা কামরায় চেঁচামেচি শুনতে পাই। গিয়ে দেখি পাথরের ঘায়ে আহত হয়েছে বছর ছয়েকের এক শিশু। রীতিমতো আতঙ্ক সবার চোখেমুখে।” ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা। গোটা ঘটনায় রেল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, বামনগাছিতে লাইনের ধারে নেশা করে বেশ কয়েকজন। ট্রেন লক্ষ্য করে তাঁরাই পাথর ছোড়ে। কিন্তু রেল পুলিশ এব্যাপারে কোনও পদক্ষেপ নেয়নি।
শুক্রবার ওই শিয়ালদহ-বনগাঁ শাখার ট্রেনে পাথর ছোড়া হয়। আহত হয়ে হাসপাতালে ভর্তি হন গুমা এলাকার প্রমোদ নগরের বাসিন্দা শিল্পী মণ্ডল। ট্রেন বারাসত ছেড়ে বামনগাছি স্টেশনে ঢোকার মুখে জানলা দিয়ে একটি পাথর তাঁর পায়ে এসে লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।





























































































































