দেশ রেলে বন্ধ হল কম্বল, উঠে গেল পর্দা By EBBS Desk - March 16, 2020 0 7 FacebookTwitterPinterestWhatsApp উপলক্ষ্য করোনা। লক্ষ্য স্পষ্ট নয়। রেলে কম্বল আর দেওয়া হবে না। বন্ধ হল কম্বল। একমাত্র অতি জরুরি অসুস্থ রোগী ছাড়া কোনো যাত্রী শোবার সময় কম্বল পাবেন না। তাছাড়া টু টায়ারে যে পর্দা থাকে, সেগুলিও বন্ধ হল।