ফের তাৎপর্যপূর্ণ টুইট রাজ্যপাল জগদীপ ধনকড়ের। আজ, সোমবার পুরভোট নিয়ে রাজ্য কমিশনের সর্বদলীয় বৈঠক। ১০টি স্বীকৃত রাজনৈতিক দলকে নিয়ে এই বৈঠক ডেকেছেন নির্বাচন কমিশনার সৌরভ দাস। পুরভোট নিয়ে প্রতিটি দলের মতামত জানতে চাইবেন তিনি। এদিকে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অবশ্য ভোট পিছিয়ে করোনা মোকাবিলায় সকলকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে।
এরপরই রাজ্যপাল সোমবার সকাল সকাল সুষ্ঠু ভোটের আবেদন জানিয়ে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন টুইটে রাজ্যপাল জগদীপ ধনকড় সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ ভোট পরিচালনের আবেদন রেখেছেন রাজ্য নির্বাচন কমিশনের কাছে।

তিনি আরও জানিয়েছেন, সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট সম্পন্ন করা গণতান্ত্রিক দেশে জাতীয় দায়বদ্ধতা। তাই ব্যর্থতার দায়ও নিতে হবে নির্বাচন কমিশনকেই। এই আর্জি জানিয়ে দিন কয়েক আগেই একটি চিঠিও রাজভবনের তরফে পাঠানো হয় রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ কুমার দাসকে।

আরও পড়ুন-করোনা আতঙ্কে প্রেসিডেন্সিতে হস্টেল বন্ধের নোটিশ, ক্ষুব্ধ আবাসিক পড়ুয়ারা





























































































































