করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। কোভিড-১৯ আতঙ্ক এবার আদালতে। কলকাতা হাইকোর্টে ইতিমধ্যে চালু হয়েছে থার্মাল স্ক্যানিং। সূত্রে খবর, জেল থেকে আর আনা হবে না আসামিদের আদালতে। প্রয়োজনে আসামিদের ভিডিও কনফারন্সের মাধ্যমে হবে শুনানি। প্রাথমিক ভাবে ব্যাঙ্কশাল কোর্টে অভিযুক্তদের হাজির করে হবে না শুনানি।