করোনা এ রাজ্য ‘মহামারি’, ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
14

এ রাজ্যেও শেষ পর্যন্ত “ন্যাশানাল এপিডেমিক ডিজিজ আইন” লাগু করা হলো৷ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে এই ঘোষণা করেছেন৷ এই কেন্দ্রীয় আইন রাজ্যে এতদিন কার্যকর ছিলো না৷

“ন্যাশানাল এপিডেমিক ডিজিজ আইন” বাংলায় কার্যকর করার অর্থ, সরকার করোনাকে মহামারি ঘোষণা করলো৷ মুখ্যমন্ত্রী বলেছেন, “মহামারি ঠেকাতেই ‘ন্যাশানাল এপিডেমিক ডিজিজ আইন’ লাগু করা হলো৷ শুধুমাত্র সাবধানতা অবলম্বন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ আপাতত ৪ হাজার জনকে সন্দেহ-পর্যবেক্ষণে রাখা হয়েছে”৷

আরও পড়ুন-করোনা আতঙ্ক, প্রভাব খেলার দুনিয়ায়