করোনা সতর্কতা: রাজ্যে ২০০কোটি টাকার ফান্ড, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য বিমা ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
10

করোনা সংক্রমণ রুখতে তৎপর রাজ্য সরকার। এরজন্য ২০০ কোটি টাকার ফান্ড তৈরি হয়েছে। করোনা পরিস্থিতিতে জরুরি পরিষেবার ক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থকর্মীরা সব সময় কাজ করছেন। সেই কারণে তাঁদের জন্য মাথা পিছু ৫ লক্ষ টাকা করে বিমা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ১০ লক্ষ মানুষের আওয়ায় আসবে। সোমবার, নবান্নে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যে ৩ লক্ষ ২৪ হাজার মানুষের স্ক্রিনিং করা হয়েছে। ৫৫৯০ জনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-করোনা এ রাজ্য ‘মহামারি’, ঘোষণা মুখ্যমন্ত্রীর