গুরুত্বপূর্ণ Breaking: রাষ্ট্রপতি মনোনীত সাংসদ হচ্ছেন রঞ্জন গগৈ By EBBS Desk - March 16, 2020 0 21 FacebookTwitterPinterestWhatsApp রাষ্ট্রপতির মনোনীত হয়ে রাজ্যসভায় যাচ্ছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। দিল্লির খবর, এই মর্মে নির্দেশিকা জারি হয়ে গেছে। একটি আসন শূন্য থাকায় এই নিয়োগ হল বলে সরকার জানিয়েছেন।