আস্থা ভোট চেয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি

0
6

রাজ্যপালের নির্দেশ উপেক্ষা করে আস্থা ভোট না নিয়ে সোমবার মধ্যপ্রদেশ বিধানসভা দশদিনের জন্য মুলতুবি করেছেন স্পিকার। তারপরই মধ্যপ্রদেশে আস্থা ভোট চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে বিজেপি। রাজ্যের পরিস্থিতি বর্ণনা করে বলা হচ্ছে, ২২ জন বিধায়ক পদত্যাগপত্র পেশ করার পর খাতায়কলমে সংখ্যালঘু বর্তমান কংগ্রেস সরকার। তা সত্ত্বেও অসাংবিধানিকভাবে সরকার চলছে। তাই আদৌ এই সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে কিনা তা যাচাই করতে এখনই আস্থা ভোটের নির্দেশ দেওয়া হোক।

আরও পড়ুন-আজ আস্থা ভোট নয়, করোনার ছুতো দেখিয়ে মধ্যপ্রদেশ বিধানসভা মুলতুবি স্পিকারের