দেশ এবার ওড়িশা, ঝাড়খন্ডে বার্ড ফ্লুর আশঙ্কা By EBBS Desk - March 16, 2020 0 3 FacebookTwitterPinterestWhatsApp গোদের ওপর বিষফোঁড়া। করোনার সঙ্গে বার্ড ফ্লু। খবর হল ওড়িশা, ঝাড়খন্ডে বার্ড ফ্লু ধরা পড়েছে। তাই শুনে সোমবার বাংলার বনমন্ত্রী চিড়িয়াখানায় মুরগির মাংস নিষিদ্ধ করে দিলেন। ফলে মুরগি মাংস নিয়ে আরও সতর্কতা এলো বলে!