ইয়েস ব্যাঙ্ক কেলেঙ্কারিতে ক্রমশ জড়িয়ে যাচ্ছে রিলায়েন্স কর্তা অনিল আম্বানির নাম। ব্যাঙ্কের টাকা তছরুপের অভিযোগে সোমবার অনিল আম্বানিকে তলব করল এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট। মুম্বইতে ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। ইয়েস ব্যাঙ্ক প্রায় ১২,৮০০ কোটি টাকা ঋণ নিয়েছিল রিল্যায়ন্স গ্রুপ। এই বিষয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর। তবে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দেখা করার আরও সময় চেয়েছেন অনিল আম্বানি। অনিলের পাশাপাশি রিলায়েন্সের অন্যান্য আধিকারিকদেরও এই সপ্তাহের শেষে তলব করা হবে বলে ইডি সূত্রে খবর।
আরও পড়ুন-করোনা আতঙ্কে কাঁপছে আতঙ্কবাদীরাও! আইএস জঙ্গিদের ইউরোপ এড়ানোর বার্তা































































































































