বাংলার বুদ্ধিজীবীদের অকথ্য গাল দিলেন রোদ্দুর রায়

0
21

টাটকা গালমন্দ। সোমবার রিলিজড। এবার বাংলার বুদ্ধিজীবীদের অকথ্য ভাষায় গাল দিলেন রোদ্দুর রায়। নতুন ভিডিওতে তিনি বলেছেন এখনকার বাংলার বুদ্ধিজীবীরা অযোগ্য। তাঁদের কোনো অবদান নেই। তাঁরা শুধু রাজনীতি করেন। রোদ্দুরদের বিদ্রোহ বিপ্লব দেখে তাঁরা ভয় পেয়ে রোদ্দুরের বিরুদ্ধে মিডিয়া গরম করছেন। যথারীতি অকথ্য অশ্লীল শব্দগুলিসহ যথেচ্ছ গাল দিয়েছেন রোদ্দুর। শিক্ষকরা তাঁর বিরুদ্ধে পুলিশে ডায়েরি করায় শিক্ষকদেরও যা তা বলেছেন। প্রশ্ন হল এই চূড়ান্ত শব্দদূষণের পরেও কেন প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না?